এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বিশ্বের সবচেয়ে অপ্রত্যাশিত জুটি কি তবে তাঁরাই হতে চলেছেন? জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জনে এখন সরগরম আন্তর্জাতিক মিডিয়া। সম্প্রতি মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্তোরাঁয় তাঁদেরকে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা যাওয়ার পরই এই জল্পনার শুরু হয়, যা মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
পিপল ম্যাগাজিন-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় কেটি ও ট্রুডোকে মন্ট্রিয়ালের একটি রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা যায়। জানা গেছে, তাঁরা লবস্টারসহ একাধিক লোভনীয় পদ উপভোগ করেছেন এবং ককটেল পান করেছেন। রেস্তোরাঁর এক প্রতিনিধি জানিয়েছেন, “কেটি ও জাস্টিন দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। তারা খুবই বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন।”
শুধু ডিনারেই নয়, টিএমজেড-এর রিপোর্ট বলছে, দিনের শুরুতে তাঁদেরকে মন্ট রয়্যাল পার্কে কেটির পোষা কুকুরকে নিয়ে হাঁটতেও দেখা গিয়েছিল।
কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর এই সাক্ষাৎ এমন এক সময়ে ঘটল, যখন দুজনেরই ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন এসেছে।
চলতি বছরের জুনেই তিনি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তাঁর প্রায় এক দশকের সম্পর্ক এবং বাগদানের ইতি টানার খবর নিশ্চিত করেছেন।
২০২৩ সালের আগস্টে জাস্টিন ট্রুডো স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে তাঁর ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন।
দুজনেই সিঙ্গেল হওয়ায়, ভক্ত এবং অনুরাগীরা এখন দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। যদিও এটি শুধুই বন্ধুত্ব নাকি নতুন কোনো সম্পর্কের সূচনা, তা নিয়ে কেটি বা ট্রুডোর পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি। তবে পপ জগৎ এবং রাজনীতির জগতের এই দুই হেভিওয়েট ব্যক্তিত্বের এমন সাক্ষাৎ যে বিশ্বজুড়ে এক বড় আলোচনার জন্ম দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0