মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

শাহরুখের কারণেই ভুল পথে গিয়েছিলেন অনন্যা

শাহরুখ খানের কন্যা সুহানা খানের ঘনিষ্ঠ বান্ধবী হওয়ায়, অনন্যা ছোটবেলা থেকেই ‘কিং খান’-কে খুব কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “আমি শাহরুখ খানের সিনেমা দেখে বড় হয়েছি।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: যিনি কোটি কোটি ভক্তের কাছে ‘কিং অফ রোম্যান্স’ বা প্রেমের রাজা, সেই শাহরুখ খানই নাকি অভিনেত্রী অনন্যা পান্ডেকে প্রেম ও সম্পর্ক নিয়ে ‘ভুল শিক্ষা’ দিয়েছেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক মজার এবং চাঞ্চল্যকর মন্তব্য করেছেন অনন্যা। তিনি জানিয়েছেন, শাহরুখের সিনেমা দেখে বড় হওয়ায়, বাস্তব জীবনের প্রেম নিয়ে তাঁর ধারণা পুরোপুরি ভিন্ন ছিল।

শাহরুখ খানের কন্যা সুহানা খানের ঘনিষ্ঠ বান্ধবী হওয়ায়, অনন্যা ছোটবেলা থেকেই ‘কিং খান’-কে খুব কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “আমি শাহরুখ খানের সিনেমা দেখে বড় হয়েছি। মনে করতাম এমন এক পুরুষকে আমি জীবনে পেতে চাই, যে আমাকে পাগলের মতো ভালোবাসবে। সে প্রেম-ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে।”

কিন্তু বাস্তব জীবনে এসে তাঁর সেই ধারণা ভেঙে যায়। তিনি বলেন, “আমি ভুল ছিলাম। পরে জানতে পেরেছি প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয়।” অর্থাৎ, সিনেমার পর্দার সেই কাল্পনিক প্রেমের চেয়ে বাস্তব জীবনের বোঝাপড়াকেই এখন বেশি গুরুত্ব দেন তিনি।

‘আধুনিক সম্পর্ক’ বিষয়েও নিজের মতামত জানিয়েছেন অনন্যা। তাঁর মতে, এখন মানুষের সঙ্গে যোগাযোগ করার অনেক বেশি সুযোগ রয়েছে। তাই কেউ যদি এখনই বিয়ে বা সংসার করতে না চায়, সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করার কিছু নেই বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে ২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। তবে অভিনয়ের আগে তিনি শাহরুখ খান অভিনীত ‘রইস’ (২০১৭) সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0