বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে কী কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তা জানানো হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
এদিকে ডাকসু নির্বাচনের জন্য আজও ক্লাস ও পরীক্ষা হয়নি। বড় ধরনের সংঘাত-সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। এখন ভোট গণনা চলছে। ফলাফলের অপেক্ষায় আছেন সবাই।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0