এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: রজনীকান্তের ‘কুলি’ সিনেমায় আমির খানের বিশেষ চরিত্রের কথা শোনা গিয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এলো তাঁর প্রথম লুক, যা সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। বৃহস্পতিবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সাদা-কালো ছবিতে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর এমন রুক্ষ, কঠিন অবতার দেখে মুগ্ধ ও অবাক তাঁর অনুরাগীরা।
ছবিতে দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস এবং মুখে তামাকের পাইপ নিয়ে ধূমপান করছেন আমির। তাঁর এই ভিন্নধর্মী অভিব্যক্তি ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একজন অনুরাগী লিখেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত চরিত্র’, আরেকজন লিখেছেন, ‘মিস্টার পারফেকশনিস্ট লোকেশ কানাগরাজের ফ্রেমে। এটা একটা ড্রিম কম্বিনেশন।’
‘দহ’ নামের এই চরিত্রটি ক্যামিও হলেও, আমিরের এই লুক সিনেমাটিকে ঘিরে দর্শকদের অপেক্ষা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
৩৭৫ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত এই সিনেমায় আরও আছেন নাগার্জুনা এবং উপেন্দ্রর মতো তারকারা। এবার সেই চাঁদের হাটে যোগ হলো নতুন আকর্ষণ— আমির খানের প্রথম লুক।
এই লুকে আমিরকে এক ভিন্ন মেজাজে দেখা গেছে, যা দেখে স্পষ্ট যে তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। চলতি বছরে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের এই সিনেমায় আমির খানের অন্তর্ভুক্তি এবং তাঁর এই শক্তিশালী লুক ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আগামী ১৪ আগস্ট তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0