জেলা প্রতিনিধি
কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক মারা গেছেন। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে গোসলে নেমে মারা যান চট্টগ্রামের হালিশহর এলাকার নয়াবাজারের বাসিন্দা সামির (২২)।
ট্যুরিস্ট পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে চার তরুণের একটি দল সকালেই কক্সবাজার বেড়াতে আসেন। দুপুরে তারা হোটেল থেকে সৈকতের সীগাল পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামেন।
গোসলের সময় হঠাৎ সাগরের ঢেউয়ের তোড়ে সামির ডুবে যান। অন্যান্য পর্যটকরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0