বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ জানাজা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ।
জানাজার আগে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, উত্তরার ঘটনায় যারা শহিদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।
এ সময়ে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক সাজ্জাদ হোসেন মুন্না বলেন, এই আকস্মিক মানবিক দুর্যোগে আমরা জবি পরিবার মর্মাহত। বিমান দুর্ঘটনায় শহিদ আত্মাদের শান্তি কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি। এবং একই সঙ্গে প্রকৃত তথ্য জাতির সামনে উপস্থাপনের লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0