বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে ১৬টি ভবন

এতে একজন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিনদিরগি এলাকায় শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (১০ আগস্ট) রাতের এই কম্পনে একজন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া। ধসে পড়েছে অন্তত ১৬টি ভবন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএড) জানায়, স্থানীয় সময় রাত ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিল। কম্পন অনুভূত হয় ইস্তাম্বুলসহ একাধিক প্রদেশে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পের মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার হিসেবে নথিভুক্ত করেছে।

ইয়েরলিকায়া জানান, জরুরি উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করলেও পরে তিনি মারা যান। অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং আর কোনও গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিনদিরগি থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, কিছু ভবন সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে, চারপাশে রয়েছে পেঁচানো লোহার কাঠামো ও ধ্বংসস্তূপের স্তূপ।

রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং জানিয়েছেন যে পুনরুদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0