স্পোর্টস ডেস্ক
ঢাকা: সবশেষ বিপিএল নিয়ে অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল বিসিবি। কেননা টিকিটি নিয়ে অব্যবস্থাপনার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিদের টাকা নিয়ে টালবাহানার শেষ ছিল না। যে কারণে আগামী বিপিএল ঘিরে নতুন করে পরিকল্পনার ছক আঁকতে শুরু করেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।
এদিকে গেল কিছুদিন ধরেই বিপিএলের দায়িত্ব দিতে একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার (২৮ জুলাই) রাতে এক বিবৃতি দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের মার্কেটিং পরামর্শদাতা প্রতিষ্ঠান নিয়োগে আগ্রহ প্রকাশ করে একই মধ্যে আবেদনপত্র জমা দিয়েছে। এর আগে গত ১০ জুলাই বিসিবির পক্ষ থেকে একটি স্পোর্টস ম্যানেজমেন্টের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। সেখান থেকেই এই পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এপেক্স স্পোর্টস কনসালটিং, আইএমজি, রিয়েল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসোলুট লেজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্টস গ্রুপ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আগ্রহ পত্র মূল্যায়ন এবং পরবর্তী সংক্ষিপ্ত তালিকা প্রণয়নের কাজ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0