বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদপুরের ‘পানি রুবেল গ্যাং’-এর ৫ সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে একাধিক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ‘পানি রুবেল গ্যাং’-এর পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে একাধিক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ‘পানি রুবেল গ্যাং’-এর পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রবিবার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ।

গ্রেফতারকৃতরা হলেন—মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে ‘অটো শাহিন’ (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) এবং মো. মিলন হোসেন (২৮)।

সোমবার (১৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পানি রুবেল গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে পথচারীদের জিম্মি করতো। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ছিনতাইয়ের সময় চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করতো। টার্গেট করতো একা চলাফেরা করা সাধারণ পথচারী, বিশেষ করে রাতে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নিতো।’

পুলিশ আরও জানায়, ‘পানি রুবেল গ্যাং’ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে নতুন মামলা দায়েরসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্যাংটির মূলহোতা ‘পানি রুবেল’সহ পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্র বলছে, ‘এই গ্যাং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের পাশাপাশি চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধেও জড়িত। তাদের গ্রেফতারের মাধ্যমে মোহাম্মদপুরের সাধারণ মানুষের নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হবে বলে আমরা আশাবাদী।’

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0