জেলা প্রতিনিধি
শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩ মাদরাসা শিক্ষার্থীর জানাজা নামাজ শেষে পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলার বড় রাংটিয়া জামে মসজিদ মাঠে নিহত ৩ মাদরাসা শিক্ষার্থীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় শত শত মানুষ অংশগ্রহণ করেন। পরে বড় রাংটিয়া কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।
উল্লেখ্য, রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের বড় রাংটিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তারা নিহত হন। নিহত শিক্ষার্থীরা হলেন-রাংটিয়া গ্রামের সাহেব আলীর ছেলে আমির হোসেন (১০) গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১১) ও জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১৩)।
এরা স্থানীয় এক মাদরাসার শিক্ষার্থী ছিল। জানা গেছে যে, রোববার সন্ধ্যায় ৩ শিক্ষার্থী রাংটিয়া মোড় থেকে হেঁটে বাড়ি যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে দ্রুতগতিতে আসা মাইক্রোবাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান জাকারিয়া।
আহত আমির ও সাকিবুলকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। সাকিবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক মাইক্রোবাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘাতক মাইক্রোবাসটিও জব্দ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, চালককে আটক ও গাড়ি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0