নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে অভিযুক্ত বাবাকে আটক করে রামপুরা থানায় নিয়ে যাওয়া হয়। কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পুলিশের কাছে ভুক্তভোগী তার বাবার পাশবিক আচরণের লোমহর্ষক বর্ণনা দিয়েছে।
রামপুরা থানার ওসি আতাউর রহমান জানান, রামপুরার পূর্ব হাজীপাড়ার বউবাজারে ভাড়া বাসায় ওই কিশোরীর পরিবার থাকে। পরিবারে বাবা ও দুই ভাইবোন রয়েছে। শনিবার গভীর রাতে এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে এবং কিশোরীকে উদ্ধার করে।
ওসি আরও জানান, কিশোরীর বাবা রিকশাচালক। মাসখানেক আগে তাদের মা মারা যান। মায়ের মৃত্যুর মাত্র তিন দিন পর থেকেই বাবা মেয়েকে ধর্ষণ শুরু করে। শুধু তাই নয়, মা বেঁচে থাকাকালীনও একাধিকবার তাকে ধর্ষণ করেছে বলে কিশোরী জানিয়েছে। অভিযুক্ত বাবার তিন সন্তান রয়েছে, যাদের মধ্যে একজনের বয়স আড়াই বছর এবং অন্যজনের পাঁচ বছর। ঘটনার সময় ছোট দুই সন্তান ঘরেই ছিল, তবে তাদের কিছু বোঝার মতো বয়স হয়নি।
পুলিশের এক নারী সদস্য বাদী হয়ে মামলা করেছেন, কারণ কিশোরীর মা বেঁচে নেই। অভিযুক্ত বাবা একাধিকবার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে এবং তাকে মাদকাসক্ত বলে মনে করা হচ্ছে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।
এই ঘটনায় স্থানীয় সম্প্রদায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।