আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সৌদি আরবের নাজরানের একটি অ্যাপার্টমেন্ট থেকে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থেকে ১২ নারী পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই প্রবাসী।
মঙ্গলবার (১৫ জুলাই) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন নারী আর পাঁচজন পুরুষ।
নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটি ফোর্সের কর্মকর্তারা এই অভিযান চালান। এতে সহযোগিতা করে কমিউনিটি সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট এবং মানবপাচার বিরোধী ইউনিট।
যারা এই পতিতাবৃত্তিতে জড়িত ছিলেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিচারের জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
সৌদি আরবে পতিতাবৃত্তি অবৈধ। কেউ এর সঙ্গে জড়িত হলে তাকে কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পতিতাবৃত্তির জন্য বেত্রাঘাতের বিধানও ছিল। ওই বছর সৌদির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে এই শাস্তি বাতিল করা হয়। কোনো প্রবাসী যদি পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকেন তাহলে শাস্তিভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
যেহেতু সৌদিতে বিবাহবহির্ভূত যে কোনো ধরনের সম্পর্ক অবৈধ, তাই দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।
সূত্র: সৌদি গ্যাজেট
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0