আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে রিয়াসি ও রামবান জেলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রিয়াসির মাহোর এলাকার বাদার গ্রামে একই পরিবারের ৭ জন রয়েছেন।
রাতের বৃষ্টিতে নাজির আহমেদের বাড়ি ধসে পড়লে কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে তার স্ত্রী ও ৫ সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে রামবান জেলার রাজগড় গ্রামে হঠাৎ বন্যা ও ভূমিধসে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরেকজনের খোঁজ চলছে।
গত কয়েক সপ্তাহে জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডে টানা বৃষ্টি ও বন্যায় ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই তীর্থযাত্রী। এতে ঘরবাড়ি, অবকাঠামো ও সড়কপথের ব্যাপক ক্ষতি হয়েছে।
টানা বৃষ্টিতে শ্রীনগর-জম্মু মহাসড়ক এবং জম্মুর কাটরার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে সব স্কুলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, আরও বৃষ্টিপাত হলে ২০১৪ সালের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0