বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা মারা গেছেন।
রোববার (৬ এপ্রিল) ভোর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মুকরেমা রেজা ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, রোববার (৬ এপ্রিল) বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে, মায়ের অসুস্থতার খবর পেয়ে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামেলা রহমান সিঁথি ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন। মায়ের মৃত্যুর সময়ে তিনি পাশে ছিলেন।
বাংলাফ্লো/এসবি
Comments 0