Logo

পনির আর বিস্কুট দিয়েই হবে চিজ কেক

ওভেন ছাড়াই, শুধু পনির আর বিস্কুট দিয়েই বানিয়ে ফেলতে পারেন মজাদার চিজ কেক!

চিজ কেক

বাংলাফ্লো লাইফস্টাইল

ঢাকা: চিজ কেক শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে ওভেন, কাস্টার্ড আর ঝামেলার ছবি। কিন্তু জানলে অবাক হবেন—ওভেন ছাড়াই, শুধু পনির আর বিস্কুট দিয়েই বানিয়ে ফেলতে পারেন মজাদার চিজ কেক! চলুন জেনে নিই সহজ রেসিপিটি।

উপকরণ:

ডাইজেস্টিভ বিস্কুট – ১ প্যাকেট

মাখন (গলানো) – ৩ টেবিল চামচ

ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

কনডেন্সড মিল্ক – আধা কাপ

পনির – ১ কাপ

ঠান্ডা পানি – ১/৪ কাপ

জেলাটিন – ১ টেবিল চামচ (চাইলে আগার আগার)

টপিং হিসেবে স্ট্রবেরি জ্যাম/চকলেট সিরাপ/ফল

যেভাবে বানাবেন:

1. বিস্কুট ভালো করে গুঁড়ো করে মাখনের সঙ্গে মিশিয়ে একটি ছাঁচে চেপে বিছিয়ে রাখুন। ফ্রিজে দিয়ে দিন ১৫ মিনিট।

2. পনির ব্লেন্ড করে কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

3. ঠান্ডা পানিতে জেলাটিন গুলিয়ে হালকা গরম করে দিন, তারপর চিজ মিশ্রণে মেশান।

4. বেসের উপর চিজ মিশ্রণ ঢেলে দিন এবং ফ্রিজে ৫-৬ ঘণ্টা রাখুন।

5. ওপরে স্ট্রবেরি জ্যাম, তাজা ফল বা চকলেট সিরাপ দিয়ে পরিবেশন করুন।

বাংলাফ্লো/আফি


Related Posts বিনোদন

Leave a Comment

Comments 0