বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন নির্বাচন বানচাল করার চেষ্টা বলে দাবি করেছে। এক প্রেস ব্রিপিংয়ে পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. আখেরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌশলী মো. ইমাম উদ্দিন লিখিত বক্তব্যে এ প্রাসঙ্গিক দাবি উপস্থাপন করেন।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করা হয়।
ব্রিফিংয়ে পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. আখেরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌশলী মো. ইমাম উদ্দিন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে অপশক্তির ইন্ধন রয়েছে। তারা অযৌক্তিক দাবির মাধ্যমে প্রকৌশল শিক্ষাঙ্গন ও কর্মক্ষেত্রকে অস্থিতিশীল করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে।
শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে ডিপ্লোমা প্রকৌশলীরা বাধা, লাঠিচার্জ ও গ্রেফতারের শিকার হলেও, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা শাহবাগে অবরোধ ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ভাঙচুর-সহিংসতা চালিয়েছে। আমাদের ধারণা তারা আগামী ফেব্রুয়ারি ২০২৬ এ অনুষ্ঠেয় বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুলিশের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের মারমুখী আচরণ ও পুলিশকে আহত করা থেকে বিষয়টি স্পষ্ট। আমরা এই মতবিনিময় সভা থেকে বিষয়টি গভীরভাবে তদন্ত করার জন্য সরকারের আইন প্রয়োগকারী সংস্থার নিকট অনুরোধ জানাচ্ছি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ গত ১৯ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্বিক বিষয় আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। আমাদের আন্দোলনের সার্বিক বিষয়টি আপনারা অবগত আছেন। আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের অবস্থান, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও বিএসসি ইঞ্জিনিয়ারদের দেশজুড়ে মব সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির সার্বিক প্রেক্ষাপট আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করবো।
লিখিত বক্তব্যে বলা হয়, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আন্দোলন কেবল শাহবাগ কেন্দ্রিক ছিল না; তারা পুরো ঢাকা শহরে নৈরাজ্য সৃষ্টি করে চরম জনদুর্ভোগের কারণ হয়েছে।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ‘মেধাবী’ দাবি করলেও আন্দোলনের সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থাকে কটাক্ষ করে অশ্রাব্য ও অশালীন ভাষা ব্যবহার করছেন। এতে মেধার পরিচয় পাওয়া যায় না বলে মন্তব্য করা হয়। বক্তব্যে এ ধরনের ভাষা ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়। অন্যথায়, অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সংশ্লিষ্টদের বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
আরও অভিযোগ করা হয়, কমিটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাত্র ৪ জন এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ৮ জন সদস্য রাখা হয়েছে। এতে পক্ষপাতিত্বের শঙ্কা রয়েছে বলে তারা মনে করেন। তাই ওয়ার্কিং কমিটি পুনর্গঠন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষে ১ জন, ডিগ্রি ইঞ্জিনিয়ারদের পক্ষে ১ জন এবং অবশিষ্ট ১২ জনকে নিরপেক্ষ প্রশাসনিক ক্যাডার থেকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জানান, সরকারের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা আশা করেন, সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবী ও শিক্ষার্থীদের ইতিবাচক আন্দোলনকে মূল্যায়ন করবে এবং ৭ দফা দাবির যৌক্তিক সমাধান দেবে। তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের সরকারের দর্শনের প্রতি আস্থাশীল বলেও উল্লেখ করেন।
বাংলাফ্লো/এনআর
Comments 0