ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ডিউটিরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে ‘ভুয়া পুলিশ’ বলে মারধর করেছেন একদল যুবক। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলী রাত ১০টার দিকে সৈকতে টহল দেওয়ার সময় কিছু যুবককে গাঁজা সেবন করতে দেখেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দোষ স্বীকার করে ক্ষমা চায়। তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর তারা আরও কিছু লোক নিয়ে ফিরে এসে ইউসুফ আলীকে ঘিরে ধরে। তারা তাকে ‘ভুয়া পুলিশ’ বলে অভিযোগ করে এবং তার আইডি কার্ড চায়। কোনো জবাবের অপেক্ষা না করেই তারা তার ওপর হামলা চালায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ইউসুফ আলী কান্নাজড়িত কণ্ঠে বলছেন, ‘আমার মোবাইল, মানিব্যাগ, ওয়্যারলেস সব নিয়ে গেছে ওরা।’ তার শরীরে আঘাতের চিহ্নও দেখা যায়। ভিডিওর একপর্যায়ে কিছু যুবককে তার মোবাইল ফেরত দিতে দেখা যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং দোষীদের ধরতে অভিযান চলছে।
স্থানীয়রা জানান, পতেঙ্গা সৈকতে কিছু যুবক নিয়মিত গাঁজা সেবন করে। পুলিশের বাধা দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।