শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চম বিয়ের রাগে চতুর্থ স্ত্রীর স্বামীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন তার চতুর্থ স্ত্রী। অভিযোগ রয়েছে, স্বামী না জানিয়ে পঞ্চম বিয়ে করায় ক্ষুব্ধ স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটান।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন তার চতুর্থ স্ত্রী। অভিযোগ রয়েছে, স্বামী না জানিয়ে পঞ্চম বিয়ে করায় ক্ষুব্ধ স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটান। রোববার ভোরে ঘটনাস্থল থেকে নুর জাহান নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মো. আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুড়ি থানার মইন উদ্দিনের ছেলে। তিনি রিকশা চালানো ও ইটভাটায় কাজ করে সংসার চালাতেন। তার চতুর্থ স্ত্রী নুর জাহানও একই জেলার বাসিন্দা। কয়েক বছর আগে তাদের বিয়ে হয়। আলাউদ্দিনের আগের তিন স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। দেড় মাস আগে তিনি পঞ্চম বিয়ে করেন এবং নতুন স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে আসেন। সম্প্রতি এই তথ্য জানতে পেরে চতুর্থ স্ত্রী নুর জাহান ক্ষুব্ধ হন এবং এ নিয়ে দুজনের মধ্যে কলহ শুরু হয়।

হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার রাতেও তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর ভোররাতে নুর জাহান দা দিয়ে আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলেই লাশের পাশে বিধ্বস্ত অবস্থায় বসে থাকেন তিনি। স্থানীয়দের খবর দেওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রক্তমাখা দা উদ্ধার করে।

ওসি আরও জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।