বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

অ্যাপলকে হারিয়ে যুক্তরাষ্ট্রে বড় জয় স্পটিফাইয়ের

তাদের যুক্তরাষ্ট্রের অ্যাপে এখন থেকে ব্যবহারকারীদের সামনে পরিষ্কারভাবে সাবস্ক্রিপশন মূল্য এবং বাইরের পেমেন্ট লিঙ্ক দেখানো যাবে।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: ২০২৩ সালের জুনে কানসে অনুষ্ঠিত কান্স লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অফ ক্রিয়েটিভিটি - তে একদৃষ্টিনন্দন দৃশ্য ছিল স্পটিফাইয়ের লোগো সমুদ্রসৈকতে। তবে ২০২৪ সালের মে মাসে স্পটিফাইয়ের আরেকটি বড় অর্জন আলোচনায় এসেছে। তাদের যুক্তরাষ্ট্রের অ্যাপে এখন থেকে ব্যবহারকারীদের সামনে পরিষ্কারভাবে সাবস্ক্রিপশন মূল্য এবং বাইরের পেমেন্ট লিঙ্ক দেখানো যাবে।

শুক্রবার (২ মে), সুইডিশ মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই এক ঘোষণায় জানিয়েছে, অ্যাপলের অনুমতি পাওয়ার পর তাদের নতুন আপডেট চালু হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য স্বচ্ছতা ও পছন্দের সুযোগ বাড়াবে। প্রসঙ্গত, অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালার কারণে এতদিন পর্যন্ত অ্যাপের ভেতরে মূল্য তথ্য বা বাইরের লিঙ্ক যুক্ত করার সুযোগ ছিল না। এতে অ্যাপল প্রত্যেক ইন-অ্যাপ ক্রয়ে একটি কমিশন কেটে নিত। স্পটিফাইসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

স্পটিফাইয়ের মুখপাত্র জিন মোরান এক ইমেইলে বলেন, “প্রায় এক দশকের সংগ্রামের পর এখন আমরা যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের সামনে নির্দ্বিধায় মূল্য ও বাইরের লিঙ্ক দেখাতে পারবো।” এই রায় এসেছে এমন এক সময়, যখন “Fortnite” নির্মাতা এপিক গেমসের করা অ্যান্টিট্রাস্ট মামলায় মার্কিন জেলা বিচারক ইভোন গনজালেজ রজার্স অ্যাপলকে কমিশন নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন।

অ্যাপল জানিয়েছে, তারা আদালতের আদেশ মেনে চলবে, তবে সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করবে। পিভোটাল রিসার্চ গ্রুপের বিশ্লেষক জেফরি ভ্লোডারজাক একে স্পটিফাইয়ের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এতদিন স্পটিফাই অ্যাপলের কমিশন মেটাতে গিয়ে যুক্তরাষ্ট্রে বাড়তি মূল্য নির্ধারণ করতে বাধ্য হতো, যা এখন প্রতিযোগী অ্যাপল মিউজিকের সঙ্গে একটি সমতল প্ল্যাটফর্মে আসতে সাহায্য করবে।

এছাড়া, ফেব্রুয়ারিতে স্পটিফাই তাদের প্রথম বার্ষিক মুনাফার ঘোষণা দেয়, যেখানে ব্যবহারকারী বৃদ্ধির হার, মূল্যবৃদ্ধি ও খরচ কমানোর বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। এই পরিবর্তন শুধু স্পটিফাই নয়, বরং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি দৃষ্টান্তমূলক ঘটনা। এটি অ্যাপ স্টোরের স্বচ্ছতা ও প্রতিযোগিতার নতুন পথ উন্মুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0