Logo

ডিপসিকের থেকেও শক্তিশালী এআই মডেল প্রকাশ চীনের

মুনশট এআই জানিয়েছে, এই মডেলটির এক ট্রিলিয়ন প্যারামিটার আছে। ফলে এটি ব্যাপক পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে পারে।

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ডিপসিকের পর এবার নতুন চীনা প্রতিষ্ঠান মুনশট এআই আরও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করলো।

নতুন প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে শুক্রবার (১১ জুলাই) ‘কিমি কে টু নামের মডেলটি প্রকাশ করেছে তারা।

মুনশট এআই জানিয়েছে, এই মডেলটির এক ট্রিলিয়ন প্যারামিটার আছে। ফলে এটি ব্যাপক পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে পারে। বিশেষ নকশার কারণে এটি কোডিং, বিভিন্ন ধরনের কাজ পরিচালনা এবং অন্য সফটওয়্যারের সঙ্গে সহজে যুক্ত হতে পারে। ফলে, এটি জটিল কাজগুলোকে খুব সহজে ভেঙে বিশ্লেষণ করতে পারে।

নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এআই মডেলগুলোর মতোই শক্তিশালী তাদের কিমি কেটু। এমনকি, চীনেরই আরেকটি ওপেন সোর্স মডেল ডিপসিক ভার্সন-৩ থেকেও এটি বেশি ভালো কাজ করে।

মজার বিষয় হলো, চীনা প্রতিষ্ঠানগুলো সবার জন্য তাদের মডেল উন্মুক্ত করে দিচ্ছে। এতে সবাই এগুলো ব্যবহার করে পরবর্তীতে উন্নত করতে পারবে।

অন্যদিকে, ওপেনএআই এবং গুগল এর মতো বড় মার্কিন কোম্পানিগুলো তাদের সবচেয়ে উন্নত মডেলগুলো এখনও নিজেদের কাছেই রেখে দিয়েছে।

মুনশট এআই ছাড়াও ডিপসিক, আলিবাবা, টেনসেন্ট এবং বেইতৌ এর মতো চীনা প্রতিষ্ঠান ইতোমধ্যেই নিজেদের ওপেন সোর্স (সবার জন্য উন্মুক্ত) এআই মডেল প্রকাশ করেছে। এতে চীনের এআই বাজার আরও নতুনত্ব ও প্রতিযোগিতায় ভরপুর হয়ে উঠছে।

সূত্র: চীনা সংবাদমাধ্যম সিএমজি

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0