শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১১ হাজার ছাড়ালো

গ্রেপ্তার ১১ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী চলমান 'অপারেশন ডেভিল হান্ট'-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা ১১ হাজার ৩১৩ জন ছাড়িয়েছে।

এছাড়া, গত একদিনে বিভিন্ন মামলায় অভিযুক্ত বা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৯১৪ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছুরিও উদ্ধার করেছে।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে এই বিশেষ অভিযান শুরু করে সরকার।