বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

নতুন প্ল্যাটফর্ম চালুর ঘোষণা টিকটকের

কয়েকটি দেশে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে নতুন এই প্ল্যাটফর্ম

প্রতীকী ছবি

বাংলা ফ্লো ডেস্ক

ঢাকা: ‘টিকটক ফর আর্টিস্টস’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে টিকটক।

বর্তমানে প্ল্যাটফর্মটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

পর্যায়ক্রমে এটি পৃথিবীর অন্যান্য দেশেও চালুর পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ও মিউজিক অ্যালাই জানিয়েছে, ‘টিকটক ফর আর্টিস্টস’ নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিল্পীরা তাদের গান প্রকাশের আগে বিশেষ প্রচারণা চালাতে পারবেন।

প্রচারণা চালানোর পাশাপাশি শিল্পীরা নিজের গান কোন দেশে বেশি জনপ্রিয়তা পেয়েছে, তা–ও জানতে পারবেন।

শুধু তা-ই নয়, ভক্তদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পণ্য বিক্রিসহ বিভিন্ন বিষয়ে প্রচারণাও চালাতে পারবেন শিল্পীরা।

মজার বিষয় হচ্ছে, শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ স্থাপনের জন্য ‘টিকটক ফর আর্টিস্টস’-এর বেটা সংস্করণে ‘মিউজিক ট্যাব ফ্যান স্পটলাইট’ নামের ট্যাব যুক্ত করা হয়েছে।

এই ট্যাবে ক্লিক করলেই নির্বাচিত ভক্তদের তৈরি ভিডিও শিল্পীদের প্রোফাইলে দেখা যাবে।

আর এর মাধ্যমে শিল্পীদের সঙ্গে ভক্তরা আরও সক্রিয়ভাবে যুক্ত হতে পারবেন।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0