বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নারীদের ফুটবল খেলা বন্ধের ঘটনায় তদন্ত কমিটি গঠন

null

জয়পুরহাট প্রতিনিধি: জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধের দাবিতে ভাঙচুরের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনার কারণসহ বিস্তারিত প্রতিবেদন আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে বলা হয়েছে। জানা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান এবং ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদ। এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী ও পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনাস্থল উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা আয়োজক কমিটি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে তিলকপুর বাচ্চা হাজী মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিকের প্রতিষ্ঠানে স্থানীয় আলেমদের নিয়ে বৈঠকে করেন। বুধবার (২৯ জানুয়ারি) আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল। বিষয়টি নিয়ে উভয়পক্ষের ওই দিন উপজেলা নির্বাহী অফিসারের অফিসে বৈঠকের কথা ছিল। কিন্তু এর আগেই খেলার আয়োজকরা সমঝোতা না করেই মাইকে প্রচার শুরু করেন। প্রচারণা শুনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার আগে স্থানীয় আলেম, কয়েকটি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা মিলে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। গণমাধ্যমে এ ঘটনার সংবাদ প্রকাশের পর সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আলেমসমাজ ও স্থানীয়দের সঙ্গে কথাও বলা হয়েছে। ঘটনা তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) আহ্বায়ক করে পাঁচ সদস্যর একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী দুই ফেব্রুয়ারির মধ্যে ঘটনার কারণসহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জেবি