জেলা প্রতিনিধি
গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় দুটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার প্রায় এক ঘণ্টা পর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। আজ, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে, চান্দনা চৌরাস্তা এলাকার শিনইউয়েন (বুলবুল নিট) নামের একটি সুতা তৈরি কারখানার শ্রমিকরা কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। চীনা মালিকানাধীন ওই কারখানার কর্তৃপক্ষ কয়েক মাস ধরে অনুপস্থিত থাকায় এবং বেতন পরিশোধ না করায়, শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হন।
তাঁদের এই অবরোধের ফলে, ব্যস্ততম এই দুটি মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম বলেন, “বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেছে। আমরা মালিক পক্ষের সঙ্গেও কথা বলেছি, দ্রুত তাদের বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
কর্তৃপক্ষের আশ্বাসের পর, শ্রমিকরা তাঁদের আন্দোলন স্থগিত করে অবরোধ তুলে নিলে, প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0