সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

লন্ডন ইউনিভার্সিটি কলেজে পড়ার সুযোগ পেলেন রাদিফ মোস্তফা কায়সার

রাদিফ মোস্তফা কায়সার লন্ডন ইউনিভার্সিটি কলেজে (ইউসিএল) পড়ার সুযোগ পেয়েছেন। লন্ডন ইউনিভার্সিটি কলেজ বিশ্বব্যাপী সমাদৃত। ঢাকাস্থ মাস্টারমাইন্ড স্কুল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডেস্ক নিউজ: রাদিফ মোস্তফা কায়সার লন্ডন ইউনিভার্সিটি কলেজে (ইউসিএল) পড়ার সুযোগ পেয়েছেন। লন্ডন ইউনিভার্সিটি কলেজ বিশ্বব্যাপী সমাদৃত। ঢাকাস্থ মাস্টারমাইন্ড স্কুল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রাদিফ কায়সারের অধ্যয়নের বিষয় হলো- Sustainable Built Enviorenment, Energy and Resources (MEng). এ বিষয়ে ওয়ার্ল্ড রাঙ্কিংয়ে UCL হলো বিশ্বের প্রথম।

রাদিফ কায়সার ও লেভেলর পরীক্ষায় ৮ সাবজেক্টে A স্টার এবং এ লেভেল পরীক্ষায় ৪টি সাবজেক্টে A স্টার পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

রাদিফ কায়সার হলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের একমাত্র পুত্র সন্তান ।

জেবি