কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পানেরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. নাছির উদ্দিন ঘটনার বিবরণ জানান।
নিহত ব্যক্তি মোহাম্মদ রায়হান (২৪) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার আবু তাহেরের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। আহতদের নাম ও পরিচয় এখনও জানানো হয়নি।
স্থানীয় সূত্রে ওসি নাছির উদ্দিন জানান, দুপুরে পানেরছড়া এলাকায় কক্সবাজারমুখী পালকী পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রায়হান নিহত হন। চালকসহ পাঁচজন আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করেছে বলে ওসি নাছির উদ্দিন নিশ্চিত করেছেন।