নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের মধ্যে অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন। সোমবার দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটির পাশের সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা গেছে।
এই হামলার পেছনের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে আইএসপিআর জানিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর –আইএসপিআর এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, “বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।”
একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
নিহত যুবকের নাম শিহাব, তিনি পৌর ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।