সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

খুলনা নগর আওয়ামী লীগের নেতা গ্রেফতার

null

খুলনা প্রতিনিধি: মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর তারের পুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহাবুব আলম সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেবি