জেলা প্রতিনিধি
বেনাপোল: যশোরের বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে ইয়ার পিস্তলসহ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ অভিযান চালায় ৪৯ বিজিবির সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন—ট্রাকচালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি। তারা মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।
৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ বলেন, ‘আমদানি বা রফতানি পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোনোভাবে অস্ত্র বা মাদক বহন না হয়, সেজন্য সন্দেহভাজন ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তল্লাশি করা হয়। রোববার কাঁচা মরিচবাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
এদিকে ট্রাকচালক জানিয়েছেন, তারা আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিলেন। তবে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0