বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কিনা

কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কিনা

হোয়াটসঅ্যাপ

ডেস্ক রিপোর্ট: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা বা হ্যাক হয়েছে কিনা তা জানার জন্য হোয়াটসঅ্যাপে একটি সহজ পদ্ধতি রয়েছে।


যেভাবে বুঝবেন:

১. প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. ডানদিকে উপরের কোণায় থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

৩. এরপর \লিংকড ডিভাইস\ অপশনটি নির্বাচন করুন।

৪. এখানে দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে।

৫. প্রয়োজনে যেকোনো ডিভাইস থেকে \লগ আউট\ করে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন।


হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখার টিপস:

  1. সেটিংসে গিয়ে \টু-স্টেপ ভেরিফিকেশন\ চালু করুন।
  2. কখনোই ওটিপি (OTP) বা ভেরিফিকেশন কোড অন্য কারো সঙ্গে শেয়ার করবেন না।
  3. ব্যবহার না করা ডিভাইসে হোয়াটসঅ্যাপ খোলা রাখবেন না।


এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন এবং অনাকাঙ্ক্ষিত ব্যবহার থেকে রক্ষা করুন।