গাজীপুর প্রতিনিধি: জেলার কালীগঞ্জে এক দোকানিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে কালীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে 9য়ী বাবুল খন্দকারকে চার হাজার টাকা অর্ধদণ্ড দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, পৌরসভার প্রকৌশলী মুন্নুর আহমেদ, হিসাবরক্ষক দুলাল মোড়ল, বেঞ্চ সহকারী আলামিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। জেবি