শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ঝিনাইদহে সবজির দাম ঊর্ধ্বমুখী: লেবুর দাম হালি ৮০ টাকা

ঝিনাইদহে রমজানের শুরু থেকেই সবজির দাম বেড়েছে। গত কয়েক দিনে কয়েকটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লেবুর দাম হালিতে ৩৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকায় পৌঁছেছে

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহে রমজানের শুরু থেকেই সবজির দাম বেড়েছে। গত কয়েক দিনে কয়েকটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লেবুর দাম হালিতে ৩৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকায় পৌঁছেছে।

রবিবার (২ মার্চ) সকালে শহরের নতুন হাটখোলা ও ওয়াপদা বাজার ঘুরে দেখা গেছে, পটোল ও ঢেঁড়সের দাম কেজিতে ১০০ টাকা ছুঁয়েছে। অন্যান্য সবজির দামও ঊর্ধ্বমুখী। আলু কেজিতে ২৫ থেকে ৩০ টাকা, পাকা টমেটো ৩০ থেকে ৪০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স ১২০ থেকে ১৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৮০ টাকা, পটোল ১০০-১২০ টাকা, বরবটি ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং শসা ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, গত কয়েক দিনে লেবুর দাম হালিতে ৩৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে। শসার দামও কেজিতে ৪০ টাকা থেকে বেড়ে ৭০-৮০ টাকায় পৌঁছেছে। ইফতারির পণ্যের দামও গত দুই দিনে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ক্রেতা আব্দুল খালেক বলেন, ‘বাজারে সব কিছুর দাম অনেক বেশি। ৭০-৮০ টাকার নিচে কোনো সবজি নেই। মাছ-মাংসের দামও চড়া। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।’

অন্য এক ক্রেতা তোফাজ্জেল হোসেন বলেন, ‘অন্য দেশে রমজানে পণ্যের দাম কমে, কিন্তু আমাদের দেশে উল্টো ঘটে। এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে অনেক কিছুই কেনা যায় না।’

ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ‘রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি। দাম বৃদ্ধির বিভিন্ন কারণ থাকলেও আমরা তদারকি চালিয়ে যাচ্ছি যেন কেউ বাজার অস্থিতিশীল করতে না পারে।’