বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ইজতেমা ময়দানে ৭২ দেশের ২১৫০ মুসল্লি

null

গাজীপুর প্রতিনিধি: এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৭২টি দেশের প্রায় দুই হাজার ১৫০ জন বিদেশি মুসল্লি এসেছেন। প্রথম পর্বের আরও পাঁচদিন বাকি। এ সময় আরও বিদেশি মুসল্লি ইজতেমায় যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা। তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান। ইজতেমার প্রথম পর্ব আয়োজন করেছে তাবলিগের শুরায়ে নেজামি। এটি হবে ছয় দিনব্যাপী। দুটি ধাপে অনুষ্ঠিত হবে এই পর্ব। প্রথম ধাপ ৪১ জেলার মুসল্লি নিয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি। আর ২৩ জেলা নিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদপন্থিদের তিনদিনের ইজতেমা হওয়ার কথা রয়েছে। এদিকে এরই মধ্যে লাখ লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের মূল প্যান্ডেলে এসে অবস্থান নিয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে চলছে দ্বীনের আলোচনা। মূল মঞ্চ থেকে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক উর্দুতে আম বয়ান করেন। তার এ বয়ান বাংলায় অনুবাদ করে শোনান বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। শুক্রবার জুমার পর বয়ান করবেন জর্ডানের শেখ উমর খতিব। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। জেবি