মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

হঠাৎ স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ হঠাৎ করেই স্থগিত করা হয়েছে।


নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ হঠাৎ করেই স্থগিত করা হয়েছে।

আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নিরাপত্তার কারণে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি কোনো সুনির্দিষ্ট মন্তব্য করা হয়নি, তবে তারা গণমাধ্যমকে জানিয়েছে যে, নিরাপত্তা ইস্যুর কারণে কনসার্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এর বিস্তারিত জানানো হবে।

এর আগে আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হিসেবে পরিগণিত হবে। কনসার্টে কয়েক লাখ মানুষ একত্রে নিরাপদে গান উপভোগ করতে পারবে এবং দেশের বিভিন্ন ব্যান্ড এতে পারফর্ম করবে। এছাড়া, আন্দোলনের সময় দেশীয় শিল্পীরা নিজেদের ক্যারিয়ারকে পেছনে রেখে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজানো হয়েছে।

‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নগর বাউল জেমসের। এছাড়া পারফর্ম করার কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল এবং সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ আরও অনেকের।