ডেস্ক নিউজ: গুগল অ্যাসিস্ট্যান্টের অধ্যায় প্রায় শেষ, শিগগিরই এটি প্রযুক্তি ইতিহাসের অংশে পরিণত হবে। ব্যবহারকারীরা এর পরিবর্তে অ্যাসিস্ট্যান্ট সেবা পাবেন জেমিনির মাধ্যমে। গুগল প্রতিটি সেক্টরেই জেমিনি যুক্ত করায় কাজ করছে। এই পরিবর্তন গুগলের প্রযুক্তির জগতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।
এখন থেকেই পর্যায়ক্রমে প্রতিটি ব্যবহারকারীর ফোনে গুগল অ্যাসিস্ট্যান্টের বদলে জেমিনি ইনস্টল করা হবে এবং ২০২৫ সালের শেষে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট। এরপর অ্যাপটি প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হবে।
অ্যাসিস্ট্যান্টের শুরু
গুগল অ্যাসিস্ট্যান্ট প্রথম চালু হয় ২০১৬ সালে। এটি স্মার্টফোন, স্মার্ট স্পিকার, টিভি, স্মার্টওয়াচ, হেডফোনসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায়।
এটি মূলত ভয়েস কমান্ডের মাধ্যমে কাজ করে, তবে চাইলে টেক্সট লিখেও ব্যবহার করা যায়। ব্যবহারকারীদের সঙ্গে আলাপচারিতা চালানো, বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করা, নোট নেওয়া, টাইমার সেট করা, রিমাইন্ডার তৈরি করা, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করার মতো কাজ সহজ করেছে অ্যাসিস্ট্যান্ট। তবে সময়ের সঙ্গে অ্যাসিস্ট্যান্টের সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। অ্যাসিস্ট্যান্টে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা তেমন উন্নত নয়।
অনেক ব্যবহারকারীর অভিযোগ, এটি মাঝেমধ্যেই ভুল তথ্য দেয় এবং অনেক সময়ই ঠিকভাবে কাজ করে না।
কেন বাদ যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট
গুগল এখন জেনেরেটিভ এআই তৈরির দিকে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। শক্তিশালী মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জেমিনি খুবই স্বতঃস্ফূর্তভাবে আলাপচারিতা চালাতে পারে। পাশাপাশি জেমিনি কাজ করছে গুগল অ্যাসিস্ট্যান্টের সব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার। অ্যাসিস্ট্যান্টের তুলনায় জেমিনিকে আরও ফিচারসমৃদ্ধ সহায়তাকারী করার কাজ চলছে।
গুগল অ্যাসিস্ট্যান্ট ছিল মূলত ভয়েস কমান্ডভিত্তিক, জেমিনির পাশাপাশি সাবলীল ভাষায় লেখা টেক্সট এবং চিত্রও বিশ্লেষণ করতে পারে। জেমিনির এআই মডেলটি একসঙ্গে অনেক তথ্য প্রসেস করতে পারে। ফলে অ্যাসিস্ট্যান্টের তুলনায় জটিল সব প্রশ্নের উত্তর দিতে এটি প্রস্তুত। কথার বিষয়বস্তু বা কনটেক্সট ধরে রেখে দীর্ঘ সময় কথোপকথন চালিয়ে যেতে পারে জেমিনি। তবে এখনো কিছু ফিচার; যেমন—টাইমার সেট করা বা স্মার্ট হোম নিয়ন্ত্রণ পুরোপুরি নিখুঁতভাবে করতে পারে না জেমিনি।
ব্যবহারকারীরা কবে পাবেন জেমিনি?
যারা নতুন অ্যানড্রয়েড ফোন কিনছেন, তারা অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে সরাসরি জেমিনি পাবেন। পুরনো ব্যবহারকারীদের জন্য গুগল একটি আপডেটের মাধ্যমে তাদের ফোনে অ্যাসিস্ট্যান্ট সরিয়ে এর বদলে জেমিনি চালু করবে। গুগলের অ্যানড্রয়েড অটো চালিত গাড়ি, স্মার্টওয়াচ, হেডফোন, স্মার্ট স্পিকার ও টিভির জন্যও প্রকাশ করা হবে এই আপডেট। তবে সব ডিভাইসই এর আওতায় আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়। গুগল বলছে, আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে। পাশাপাশি চলমান থাকবে জেমিনির বিভিন্ন ফিচারে উন্নয়ন, নতুন ফিচার সংযোজন এবং পুরনো ডিভাইসগুলোর জন্য সমাধানের বিষয়ে তথ্য জানানো।
ব্যবহারকারীরা কী বলছেন
জেমিনি চালুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ব্যবহারকারী এআইয়ের শক্তিশালী পারফরম্যান্সের প্রশংসা করছেন আবার অনেকে বেসিক ফিচার অনুপস্থিত থাকার কারণে হতাশ। অনেকে অভিযোগ করেছেন যে জেমিনি এখনো ঠিকমতো ভয়েস কমান্ড বুঝতে পারে না। সামগ্রিকভাবে গুগলের এই সিদ্ধান্ত প্রযুক্তিজগতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ব্যবহারকারীদের আরো ভালোভাবে সাহায্য করতে পারে কি না, সেটিই আসল পরীক্ষা।
জেবি