শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

গেন্ডারিয়ায় পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে হত্যা

রাজধানীর গেন্ডারিয়ার ঢালকা নগরে শহীদ চেয়ারম্যান এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সিয়াম (১৮) নামের এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়ার ঢালকা নগরে শহীদ চেয়ারম্যান এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সিয়াম (১৮) নামের এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

শুক্রবার (৭ মার্চ) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. হারুন জানান, আমার ভাগিনা তার বাবার সিগারেটের দোকানে কাজ করে। আজ বাসা থেকে বের হয়। গেন্ডারিয়া ঢালকা নগর এলাকায় যাওয়ামাত্র ওই এলাকার আওয়ামী লীগপন্থি কিশোর গ্যাংয়ের সদস্য সুয়াদ ও তাসিন চাপাতি দিয়ে পিছন দিক থেকে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রী কৃষ্ণা দ্বীপ গ্রামের মো. ইয়াকুব আলীর সন্তান। বর্তমানে গেন্ডারিয়ার সতীশ সরকার রোডের সাধনা গলি এলাকায় ভাড়া থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জেবি