বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

ফিনাস্ট্রার টিসিএম ইউনিট অধিগ্রহণে আপ্যাক্স পার্টনার্স এগিয়ে

ফিনাস্ট্রার টিসিএম ইউনিট কিনতে আপ্যাক্স পার্টনার্স প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত দিতে প্রস্তুত

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো ডেক্স

ঢাকা: আন্তর্জাতিকভাবে স্বীকৃত আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফিনাস্ট্রা তাদের ট্রেজারি ও ক্যাপিটাল মার্কেটস (TCM) ইউনিট বিক্রির পরিকল্পনা করছে। এই ইউনিটটি কিনতে সবচেয়ে এগিয়ে আছে লন্ডনভিত্তিক প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান আপ্যাক্স পার্টনার্স।

ফিনাস্ট্রার টিসিএম ইউনিট কিনতে আপ্যাক্স পার্টনার্স প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত দিতে প্রস্তুত, যার মধ্যে দেনাও অন্তর্ভুক্ত।

এই ইউনিটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লেনদেন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ম মেনে চলার কাজে সাহায্য করে এমন সফটওয়্যার সরবরাহ করে। ফিনাস্ট্রার বর্তমান মালিক ভিস্তা ইক্যুইটি পার্টনার্স এই বিক্রয়ের জন্য গত কয়েক মাস ধরে নিলামের আয়োজন করে। ২০১৭ সালে ফিনাস্ট্রা তৈরি হয়, যখন ভিস্তা কানাডার কোম্পানি D+H Corp কিনে নিয়ে তাদের আগের কোম্পানি Misys-এর সঙ্গে একীভূত করে। বিশ্বব্যাপী বাণিজ্য অস্থিরতার মধ্যেও আর্থিক সফটওয়্যার খাতে চাহিদা রয়েছে।

কিছুদিন আগে KKR নামের আরেকটি প্রাইভেট ইক্যুইটি ফার্ম, S&P Global এবং CME Group-এর কাছ থেকে OSTTRA নামের কোম্পানিটি ৩.১ বিলিয়ন ডলারে কিনে নেয়।

যদিও আপ্যাক্স পার্টনার্স সবচেয়ে এগিয়ে রয়েছে, তবে এখনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি। তাই শেষ পর্যন্ত অন্য কোনো পক্ষও এই ইউনিট কিনে নিতে পারে।

সূত্র: রয়টার্স

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0