সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ধর্ষণের বিচার চেয়ে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

দেশের বিভিন্ন স্থানে শিশুসহ ক্রমাগত ধর্ষণের বিচারের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সাভার প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে শিশুসহ ক্রমাগত ধর্ষণের বিচারের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত আড়াইটায় এই অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে দুটায় বিভিন্ন হল থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়কে এসে প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে, তুমি কে-আমি কে, আছিয়া-আছিয়া’, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে, চব্বিশ এর বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অবরোধে ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, গত কয়েক দিন যাবত দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটলেও সরকারের নীরব ভূমিকা আমাদের পীড়া দেয়। গতকাল ৭ বছরের নিষ্পাপ আছিয়ার ধর্ষিত লাশ উপহার পেয়েছি৷ বিচার না হওয়ার কারণে আজ গাজীপুরে আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টার মধ্যে এসব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি দেব এবং ঢাকা-আরিচা মহাসড়ক ব্লক করে দেব।

আরেক শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগের নাজমুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে আপামর ছাত্র-জনতা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য ফের আন্দোলন গড়ে তুলবে৷

জেবি