মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

আন্দোলনে তিন ছাত্রকে গাড়িচাপায় হত্যা, চালক কারাগারে

null

শেরপুর প্রতিনিধি: জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ও গাড়িচাপায় ছাত্র হত্যার মামলায় গাড়িচালক হারুনুর রশিদ (৫১) ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিককে (২৭) কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে গাড়িচালক হারুনকে সবুজ, মাহবুব ও সৌরভ হত্যার তিন মামলায় এবং ছাত্রলীগ নেতা আশিককে ওই তিন ছাত্র হত্যাসহ ছয় মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর মাহমুদ উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার রাতে তাদের ভিন্ন ভিন্ন মামলায় গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হারুন শেরপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাবেক গাড়িচালক ও ময়মনসিংহ সদরের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদীনের ছেলে। আর আশিক জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বারঘরিয়া গ্রামের জয়নাল আবেদীন তোতার ছেলে। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, গ্রেফতার ওই দুই আসামির মামলার নথিগুলো তলব মতে দায়রা আদালতে থাকায় নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হবে। আদালত সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গাড়িচাপায় কলেজছাত্র সবুজ মিয়া, মাহবুব আলম ও শারদুল আশীষ সৌরভকে হত্যার তিন মামলায় গাড়িচালক হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। সদর থানার এসআই আনসার আলীর নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস অঙ্গন থেকে তাকে গ্রেফতার করে। হারুন ঘটনার পর বদলি হয়ে ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে কর্মরত ছিলেন। একইদিন রাতে সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ৩ ছাত্র হত্যাসহ ৬ মামলায় আশিককে সদর থানার এসআই মানিক চন্দ্র দে’র নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে। তাদের উভয়কে ওইসব মামলায় ৫ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। জেবি