শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘আমরা ইসরায়েলি কোম্পানি নই’

বাটা গ্লোবালি একটি ব্যক্তিমালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে।

আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা

বাংলা ফ্লো ডেস্ক

ঢাকা: সম্প্রতি বাংলাদেশে কয়েকটি আউটলেটে হামলার ঘটনাকে 'ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল' বলে দাবি করেছে আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা।

প্রতিষ্ঠানটি বলছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই।

সোমবার (৭ এপ্রিল) রাতে ফেসবুক ভেরিফাইড পেইজে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এইসব তথ্য জানায়।

বিবৃতিতে বাটা জানায়, বাটা গ্লোবালি একটি ব্যক্তিমালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে। আমাদের কোনও রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।

বিবৃতিতে আরও জানানো হয়, সম্প্রতি বাংলাদেশের কিছু আউটলেটে যে ভাঙচুর হয়েছে, তা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ঘটেছে—যা অত্যন্ত দুঃখজনক।

প্রতিষ্ঠানটি সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, আমরা সব ধরনের সহিংসতা দৃঢ়ভাবে নিন্দা করি।

প্রসঙ্গত, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে।

প্রতিষ্ঠানটি জানায়, তারা সবসময় মানসম্মত পণ্য সরবরাহ এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0