আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: এ বছরের শেষের দিকে দুবাইয়ে চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল, যার উচ্চতা হবে এক হাজার ১৯৭ ফুটেরও বেশি।
নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, সিয়েল দুবাই মেরিনা নামের হোটেলটি বর্তমান এক হাজার ১৬৯ ফুট উচ্চতার সবচেয়ে উঁচু গেভোরা হোটেলকে ছাড়িয়ে যাবে।
বিখ্যাত নর গ্রুপের নকশা করা সিয়েল দুবাই মেরিনার নির্মাণকাজ করছে দ্য ফার্স্ট গ্রুপ।
৮২ তলার স্থাপনাটিতে ১৪৭টি স্যুটসহ প্রায় এক হাজার চারটি রুম থাকবে। নির্মাণের পর সিয়েল তার অত্যাধুনিক স্থাপত্য ও আতিথেয়তার মাধ্যমে বিলাসবহুল অভিজ্ঞতায় বিপ্লব আনতে চায়।
হোটেলটির ঠিকাদারি প্রতিষ্ঠান সিআর১৮বিজি জানিয়েছে, সিয়েলে আরো থাকবে ১২তলা বিশিষ্ট ‘অ্যাট্রিয়াম স্কাই গার্ডেন’, এক হাজার ১৫৮ ফুট উঁচু স্কাই রেস্তোরাঁ ও মাটি থেকে এক হাজার চার ফুট ওপরে বিশ্বের সবচেয়ে উঁচু ‘ইনফিনিটি পুল’।
বিশ্বের বৃহত্তম কৃত্রিম মেরিনা দুবাই মেরিনায় অবস্থিত সিয়েলের মেঝে থেকে ছাদ পর্যন্ত কাচের জানালা দিয়ে অতিথিরা পারস্য উপসাগরের ৩৬০ ডিগ্রি বিস্তৃত দৃশ্য উপভোগ করবে।
দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, হোটেলটি ১০টি রেস্তোরাঁর বিকল্প থাকবে, যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে আত্মপ্রকাশ করতে যাওয়া ‘টাট্টু দুবাই’। জানা গেছে, টাট্টু স্কাই লাউঞ্জটি ৮১তম তলায়, টাট্টু স্কাই পুলটি ৭৬তম তলায় ও টাট্টু রেস্তোরাঁটি সিয়েলের ৭৪তম তলায় থাকবে।
হোটেলটি বর্তমানে নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। প্রবেশপথের ৬৫ শতাংশ ও খাবারের জায়গার ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
নির্মাণ প্রতিষ্ঠানটির এপ্রিল-মে মাসের তথ্য অনুসারে, অতিথি কক্ষের আসবাবপত্র স্থাপনের কাজ ৪৫ শতাংশ সম্পন্ন হয়েছে ও অবসর ডেকের ফিট-আউট ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট ৩০০ মিটার (প্রায় ৯৮৪ ফুট) বা তার বেশি উঁচু স্থাপনাকে ‘সুপারটল’ হিসেবে সংজ্ঞায়িত করে। কানাডা গত সপ্তাহে টরন্টোতে তাদের প্রথম ‘সুপারটল’ স্থাপনা চালু করেছে।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0