জেলা প্রতিনিধি
বরগুনা: বরগুনা সদর উপজেলায় নিজ ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে ছিল এবং স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
আজ, রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মোল্লা বাড়ি থেকে হৃদয়বিদারক এই দৃশ্য দেখা যায়।
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ওই ঘর থেকেই তাঁদের ৫ বছর বয়সী এবং এক বছর বয়সী দুটি শিশু কন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন স্বপন মোল্লা (৩২) এবং তাঁর স্ত্রী আকলিমা (২৭)। স্বপন মোল্লা পেশায় একজন সেনিটারি মিস্ত্রি ছিলেন।
নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, ভোরে তিনি যখন ওজু করার জন্য ঘুম থেকে ওঠেন, তখন স্বপনের বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে তাঁকে বলে, “আম্মি মোগো ঘরে চলেন, মা কথা বলে না, আব্বাকেও দেখি না।” এরপর তিনি তাঁদের ঘরে গিয়ে মেঝেতে আকলিমার রক্তাক্ত গলাকাটা মরদেহ এবং আড়ার সঙ্গে স্বপনের ঝুলন্ত দেহ দেখতে পান।
নিহত স্বপনের বড় ভাই কবির মোল্লা জানান, তাঁর ভাইয়ের কোনো শত্রু ছিল না। তবে স্বপনের নিয়মিত কাজ না করা নিয়ে মাঝে মাঝে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। নিহত আকলিমার বাবা আব্বাস মৃধাও ধারণা করছেন, পারিবারিক কলহের কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে থাকতে পারে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, পুলিশের একাধিক দল কাজ করছে এবং তাঁদের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিক ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0