বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, ৭ অ্যামিকাস কিউরি দেবে মতামত

রাষ্ট্রপতিকে শপথ করাবেন কে—স্পিকার নাকি প্রধান বিচারপতি—সেটা নিয়ে আদালত আইনগত মতামত জানাতে ৭ জন অ্যামিকাস কিউরি (আদালতকে আইনগত পরামর্শ দানকারী) নিয়োগ করেছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানোর সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধানের বৈধতা নিয়ে রুলের পরবর্তী শুনানি আগামী ২৬ অক্টোবর নির্ধারণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে, রাষ্ট্রপতিকে শপথ করাবেন কে—স্পিকার নাকি প্রধান বিচারপতি—সেটা নিয়ে আদালত আইনগত মতামত জানাতে ৭ জন অ্যামিকাস কিউরি (আদালতকে আইনগত পরামর্শ দানকারী) নিয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিয়োগপ্রাপ্ত ৭ অ্যামিকাস কিউরি হলেন: জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ড. শাহদীন মালিক, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এবং ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।

রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ করানোর সংক্রান্ত ৭২-এর সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী গত ১০ মার্চ হাইকোর্টে রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১১ মার্চ রুল জারি হয়।

রুলে আদালত জানতে চেয়েছে, ‘রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন’ বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর স্পিকারের শপথবাণী পড়ানোর বিধান কেন ৭২-এর মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সংশোধনীর অংশটি কেন বাতিল হবে না। এই রুলের জবাব দিতে আইনসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0