জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পনগরী এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। আজ, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন, ডা. শাওন বিন রহমান, বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দগ্ধ পাঁচজনেরই শ্বাসনালী পুড়ে গেছে এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা হলেন— তিন্নি, মুন্নি, মৌরি, মানব চৌধুরী ও বাচা। এদের মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন মানব চৌধুরী। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। মানব চৌধুরীর স্ত্রী বাচার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিন সন্তান মৌরির ৩৬ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ ও তিন্নির শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।
কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0