স্পোর্টস ডেস্ক
ঢাকা:২০২১ সালের ৭ অক্টোবরে চলমান ক্রিকেট বোর্ডের কমিটির দায়িত্ব পালন শুরু হয়েছিল। তবে গেল বছরের ৫ আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেশ কিছু পরিচালক করেছিলেন পদত্যাগ। এরপর দুই জন নতুন পরিচালকসহ ১০ জন মিলেই চলছে ক্রিকেট বোর্ড। মাঝের সময়ে ফারুক আহমেদের বদলে দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
আর এই চলমান বোর্ডের মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই। যে কারণে আলোচনার কেন্দ্রে বিসিবি নির্বাচন। ইতোমধ্যে বিসিবি নির্বাচনের জন্য আলোচনায় এসেছে বেশ কয়েকজনের নাম। তামিম ইকবাল, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া মাহবুব আনামের নাম শোনা গেলেও দিন দুয়েক আগে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন তিনি।
তবে বিসিবি নির্বাচনে জিততে হলে কাউন্সিলরদের ভোটেই জিততে হবে পরিচালকদের। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন।
যে কয়েকজন সভাপতি প্রার্থীর কথা শোনা যাচ্ছে এর মধ্যে কে এগিয়ে রয়েছে? সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু গণমাধ্যমকে বলেন, ‘আমি স্পষ্টভাবে একটা কথা বলি এখন যে অবস্থায় রয়েছে সেখানে সভাপতি কে হবে তার আগে ডিরেক্টর কে হবে সেটা গুরুত্বপূর্ণ। তারপর সভাপতি ব্যাপারটা আসবে, তার আগে কেউ বলতে পারবেনা যে সভাপতি কে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন পরিস্থিতি আসলে এই মুহূর্তে।’
সভাপতি হিসেবে যে প্রার্থীদের নাম শোনা যাচ্ছে সে বিষয়ে বাবু বললেন, ‘অনেকের নামই শোনা যাচ্ছে আলোচনায়। এগুলো আসলে হাওয়ায় ভাসতেছে বলবো। এটা তো ওপেন যে কেউ নির্বাচন করতে পারবে, এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ইলেকশন করবে কি করবে না।’
পরে মাহবুব আনামকে নিয়ে বাবু স্পষ্ট করে বললেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয়। তার মতো একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ক্রিকেটে অগ্রণী ভূমিকা রয়েছে। দুই যুগ শুধু বোর্ডেই ছিল, তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি আমি যদি ভুল না বলে থাকি। সেক্ষেত্রে সে অনেক ভালো বোঝে সে কি করতে হবে কখন কি। এটা তার ব্যক্তিগত ব্যাপার একদমই তবে আমাদের ভিতরে সবচেয়ে অভিজ্ঞ সে।’
সাবেক আরেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর নির্বাচন ইস্যুতে গণমাধ্যমকে বলেন, ‘আমি চাই ফ্রেশ ব্লাড আসুক এবং যারা পুরোনো আছে তাদের একটা কম্বিনেশন হোক। একই লোক বারবার প্রতিনিধিত্ব করার চেয়ে পুরনো লোক যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যারা নতুন আসবে নতুন আইডিয়া আছে এদের একটা কম্বিনেশন হওয়া উচিত বলে আমি মনে করি।’
এরপর তামিমের বিসিবির দায়িত্বে আসা নিয়ে আলমগীর বললেন, ‘আমাদের সভাপতির পদটা এডমিনিস্ট্রেটেড বা কর্পোরেট এরকম না। সাবেক খেলোয়াড়দের মধ্যে এরকম দক্ষতা যদি থাকে তারাও আসতে পারে। তামিমের কথা শোনা যাচ্ছে সেও ভালো ক্যান্ডিডেট, ওর আন্তর্জাতিক ক্রিকেটে অর্জন রয়েছে। ওর যে ক্রিকেট মেধা যে পরিচিতি সে ভালো ক্যান্ডিডেট।’
ফারুক আহমেদের বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে অবশ্য আলামগীর জানালেন, ‘মনে হয় না ফারুক ভাইয়ের খুব একটা কানেকশন আছে। বা যে অবস্থান আছে আমার মনে হয় না উনি করবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমিনুল ইসলাম বুলবুলের কথাও শোনা যাচ্ছে। এখন তো এই দুজনের নামই শোনা যাচ্ছে বেশি। ভালো একজন কেউ আসুক এটাই প্রত্যাশা করি।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0