মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

টস প্রশ্নে অধিনায়ক-ম্যানেজমেন্টের কাঁধে দায় দিলেন তামিম

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে উঠেছে প্রশ্ন। ম্যাচ শেষে এই সিদ্ধান্তের দায় দলের দিকে ঠেলে দিলেন তানজিদ হাসান তামিম।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে টাইগাররা।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে উঠেছে প্রশ্ন। ম্যাচ শেষে এই সিদ্ধান্তের দায় দলের দিকে ঠেলে দিলেন তানজিদ হাসান তামিম।

ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচে ১৩৬ রানের টার্গেট সহজেই টপকায় বাংলাদেশ। লিটন দাস, সাইফ হাসান আর তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৩ দশমিক ৩ ওভারে জয় আসে। দ্বিতীয় ম্যাচে জয় আসে আরও সহজভাবে।

১৭ দশমিক ৩ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ডাচরা। জবাবে তানজিদের অপরাজিত ৫৪ রানের ইনিংসে ১৩ দশমিক ১ ওভারেই ম্যাচ শেষ করে বাংলাদেশ।

তবে সিরিজে টানা দুই ম্যাচেই টস জিতে ফিল্ডিং নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ, নেদারল্যান্ডসের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে আগে ব্যাটিং করে ব্যাটারদের প্রস্তুতির সুযোগ দেওয়া যেত। কিন্তু দলের বড় অংশই দুই ম্যাচ শেষ হওয়ার পরেও ব্যাট হাতে নামতে পারেননি।

ম্যাচ শেষে তানজিদ বলেন, আসলে কোচ, ক্যাপ্টেন আর টিম ম্যানেজমেন্ট যারা আছেন, তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কেন ফিল্ডিং নিয়েছি সেটা তারা ভালো বলতে পারবেন। আমি এ বিষয়ে কিছু বলব না।

তবে শিশিরের বিষয় মাথায় রেখেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানান তিনি। তামিম বলেন, প্রথম ম্যাচে দেখেছেন প্রচুর ডিউ পড়েছিল। তখন ব্যাটিং আমাদের জন্য সহজ হয়ে গিয়েছিল। তাই দ্বিতীয় ম্যাচেও একই পরিকল্পনা ছিল।

তবে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নারাজ তরুণ ওপেনার। তিনি বলেন, প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ সামনে এশিয়া কাপ। আমরা যদি ধারাবাহিকভাবে জিততে থাকি, আত্মবিশ্বাস আরও বাড়বে। টি-টোয়েন্টিতে ছোট-বড় কোনো দল নেই। যে দিন যে ভালো খেলবে, সেদিন সেই দল জিতবে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0