স্পোর্টস ডেস্ক
ঢাকা: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে এসেছে নেদারল্যান্ডস। সিরিজের ফল তাদের অনুকূলে না হলেও অভিজ্ঞতার দিক থেকে অনেক কিছু শিখছে তারা।
ডাচ সহকারী কোচ রায়ান ভ্যান নিকার্ক মনে করেন, ২০২৩ সালের বাংলাদেশের সঙ্গে বর্তমান দলের অনেক তফাৎ।
প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হারলেও ডাচ কোচ হতাশ নন। তার মতে, পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগই তাদের উন্নতির পথ খুলে দেবে। সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে নিকার্ক বলেন, ‘আমরা আমাদের দল নিয়ে গর্বিত। বাংলাদেশের মতো শীর্ষ দশের একটি দলের বিপক্ষে খেলাটা বিরাট সুযোগ। আমরা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে চাই। তাই প্রতিটি ম্যাচই আমাদের কাছে চ্যালেঞ্জ। ’
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল নেদারল্যান্ডস। তবে নিকার্কের মতে, তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের ফিল্ডিংয়ে অ্যাথলেটিসিজম বেড়েছে, ব্যাটিংয়ে স্মার্ট অপশন বেছে নিচ্ছে। আগের মতো অগোছালো নয়। তরুণ ডাইনামিক ব্যাটার উঠে আসছে, যারা দলে অবদান রাখছে। ’
বাংলাদেশ দলের বোলিং আক্রমণ নিয়েও প্রশংসা করেন নিকার্ক। তিনি বলেন, ‘বাংলাদেশের ডানহাতি-বাঁহাতি দুই ধরনের বোলারই আছে। তাসকিন নিয়মিত ১৩৫ কি.মি. গতিতে বল করছে, মোস্তাফিজের বোলিং বৈচিত্র্যময়। মেহেদী নতুন বলে যেমন ভালো, মাঝের ওভারেও বল করতে পারে। ফলে এই বোলিং বৈচিত্র্য বাংলাদেশকে এগিয়ে রাখছে। ’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0