এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘সন অব সরদার ২’ সিনেমার নতুন গান ‘পেহলা তু, দূজা তু’ মুক্তি পাওয়ার পরই এর একটি বিশেষ নাচের স্টেপ নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে। অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুরের হাত জোড় করে আঙুল দিয়ে নাচার এই অদ্ভুত ভঙ্গিটি এখন ভাইরাল এবং এটি নিয়ে তৈরি হচ্ছে অসংখ্য মিম। এই মজার বিতর্কে এবার যোগ দিলেন অজয়েরই স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী কাজল, যিনি স্বামীর নাচের দুর্বলতা নিয়ে এক মজার খোঁচা দিয়েছেন।
ভাইরাল ‘আঙুলের নাচ’: গানটিতে অজয় দেবগনকে একটি ব্যতিক্রমী স্টেপে নাচতে দেখা যায়, যেখানে তিনি মূলত আঙুলের ইশারায় নাচছেন। এই স্টেপটি এতটাই মজার যে, তা নিয়ে মিম বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। তবে এই বিষয়টি নিয়ে অভিনেতা নিজেও বেশ খোশমেজাজে আছেন।
কাজলের ব্যঙ্গাত্মক প্রশংসা: সম্প্রতি মিস মালিনীর সঙ্গে এক সাক্ষাৎকারে কাজলকে গানটির একটি ঝলক দেখানো হলে তিনি হেসেই ফেলেন। এরপর ব্যঙ্গ করে বলেন, “আমি আগেও বলেছি, অজয় দেবগন আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নৃত্যশিল্পী। তিনিই একমাত্র ব্যক্তি যিনি আঙুল দিয়েই নাচ করতে পারেন।”
তিনি আরও যোগ করেন, “আগে হতো, তিনি হাঁটতেন আর তার সঙ্গে তাল মিলিয়ে মিউজিক বাজত। আর এখন আঙুল নড়লেই সেটা স্টেপ হয়ে যায়! তিনি সত্যিই আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান নাচিয়ে!”
স্বামীর প্রতিক্রিয়া: নিজের নাচ নিয়ে এই ট্রোলিংকে অবশ্য হাসিমুখেই গ্রহণ করেছেন অজয় দেবগন। সিনেমার এক প্রচার অনুষ্ঠানে তিনি হাসতে হাসতে বলেন, “আপনারা আমার নাচ নিয়ে মজা করছেন। কিন্তু আমার জন্য এটা করাটাও অনেক কঠিন ছিল!”
সব মিলিয়ে, তারকা দম্পতির এই মিষ্টি খুনসুটি এবং অজয়ের সহজ স্বীকারোক্তি ‘সন অব সরদার ২’-এর প্রচারণায় এক নতুন এবং মজার মাত্রা যোগ করেছে। ছবিটি আগামী ২৫ জুলাই মুক্তি পেতে যাচ্ছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0