বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, এক বছরে আমরা না পেয়েছি মানবিক অধিকার, না ন্যায়বিচার।
রবিবার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, আমরা কথা দিয়েছিলাম এই রাষ্ট্রে কোনও চাঁদাবাজি থাকবে না। এখানে কোনও বৈষম্যের স্থান হবে না, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অথচ হত্যা ও ধর্ষণ বেড়েছে।
তিনি বলেন, আমি ক্ষমা চাচ্ছি, সেসব সেনা অফিসারের কাছে, যারা পিলখানায় হত্যার শিকার হয়েছিলেন। ক্ষমা চাচ্ছি ফেলানীর কাছে, যে সীমান্তের কাঁটাতারে জীবন দিয়েছেন। এছাড়াও ইলিয়াস আলী ও আমান আযমীসহ যারা গুম-খুনের শিকার হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ এক বছরেও তাদের প্রতি সরকার অন্যায় বিচারের উদ্যোগ নিতে পারেনি।
হান্নান বলেন, এনসিপি দুর্বল নয়। আমরা বুক পেতে দেশের জন্য লড়বো। একটি পক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের সে ষড়যন্ত্র কখনও সফল হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা থামবো না।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0