Logo

‘বাংলার ইয়াজিদ’ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবোই: সামান্তা শারমিন

রবিবার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘বাংলার ইয়াজিদ’ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবোই। তার বিচার নিশ্চিত না করে আমরা থামবো না।

রবিবার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামান্তা বলেন, ‘শহীদ পরিবারের সঙ্গে সম্পর্ক ও আহতদের পরামর্শে চলছে এনসিপি। শহীদদের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান হয়েছিল মানুষের কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার আদায়ের জন্য। আমরা চাই বাংলাদেশে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করেছে। বিদেশি সংস্কৃতি টেনে এনেছে। যে সংস্কৃতিতে আমাদের দেশের মাইজদী, আব্দুল করিম বা আব্দুল আলিমের কথা নেই। আগামীতে আমরা দেশি সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চাই।’

সামান্তা শারমিন বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। যেখানে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কথা উচ্চকিত করতে চাই।’

সামান্তা বলেন, ‘৬৪ জেলা সফরে গিয়ে মানুষের আকাঙ্ক্ষার কথা জেনেছি। আমাদের শরীরে এখনও পর্যন্ত প্রান্তিক মানুষের ভালোবাসার ছোঁয়া রয়েছে। আশা করি একটি নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে পারবো।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0